আমাদের ত্বকে রঙকনা বা পিগমেন্ট বলে একটা বস্তু আছে। বিধাতা নানা রঙে মানুষ তৈরি করেছেনঃ সাদা, বাদামী,কালো। শ্বেতী ত্বকের রংগের একটি রোগ। খুবই মৃদু মানের একটি ত্বক সমস্যা। কিন্তু এ রোগ কিছু মানুষের মনোজগতের বিভীষিকার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ রোগে ত্বকের কিছু অংশের রং পরিবর্তিত হয়ে সাদা রং ধারণ করে। সম্পূর্ণভাবে অসংক্রামক অর্থাৎ জীবাণু বিহীন একটি রোগ। তবুও অনেকে এ রোগকে অন্য কিছু রোগের সাথে, যেমন সংক্রামক ব্যাধি কুষ্ঠ ও ছুলিকে এ রোগের সাথে ভুলক্রমে মিলিয়ে ফেলেন। শ্বেতী রোগ নিয়ে সমাজের রন্দ্রে রন্দ্রে রয়েছে ধোঁয়াশা ও কুসংস্কার। এ রোগের চিকিৎসায় সবচেয়ে প্রয়োজন এর ধরন ও কারণ বিষয়ে সম্যক ধারণা। এ রোগ বিভিন্ন দেশে যতটুকু না শারীরিক, তারচেয়ে বেশি মানসিক। এখন প্রয়োজন সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি। আসুন এ রোগ বিষয়ে সামাজিক দৃষ্টিভঙ্গি বদলে ফেলি।

Book An Appointment

অনলাইন অথবা মোবাইলে পরামর্শ নিতে নিচের ফর্মটি পূরণ করুন। আমাদের একজন প্রতিনিধি আপনাকে কল করে সিরিয়াল নিশ্চিত করে ডাক্তারের সাথে পরামর্শের সময় জানিয়ে দিবেন। অথবা ০১৭১২ ২৯১৮৮৭ নাম্বারে কল দিয়ে সিরিয়াল নিন।

চেম্বারে এসে সরাসরি ডাক্তারের পরামর্শ নিতে সিরিয়াল দিন। যোগাযোগঃ ০১৭৯৭ ২২৩৫৭৪ অথবা ০১৭১২ ২৯১৮৮৭